বিকাশ ঘোষ,, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরিচা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, মরিচা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবেদ আলী, সভাপতি মো. মাজেদুর রহমান, সিনিয়র সহ সভাপতি ছকিমদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাহিত্য পাঠাগার ও ক্রীড়া সম্পাদক রেজা মো. তৌফিক, সাংবাদিক সিদ্দিক হোসেন, রনজিৎ সরকার রাজ, তোফাজ্জল হোসেন, কার্তিক ব্যান্যার্জী, বিকাশ ঘোষ, আব্দুল জলিল, ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মনোরঞ্জন শীল গোপাল এমপি’র দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মরিচা দারুল সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক হেফজুর রহমান।উল্লেখ্য, গত ৫ জুন শনিবার মনোরঞ্জন শীল গোপাল এমপি কোভিড-১৯ পজিটিভ হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ্য হয়েছেন। তবে কোয়ারেন্টাইন মেনে চলছেন তিনি। তাই বর্তমানে তিনি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নং ভবনে অবস্থান করছেন