বিকাশ ঘোষ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে চলমান ৭
দিনের সরকারি কঠোর বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার
অপরাধে কাহারোলে ১০জনের ৫শ টাকা করে অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমান
আদালত।শনিবার সকালে কাহারোল উপজেলা সদরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এই
অর্থ দন্ড প্রদান করেন। এদিকে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা
যায় লোক জনের চলাচল সীমিত। নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া সকল
দোকান পাট রয়েছে বন্ধ। ইহাছাড়া দিনাজপুর জেলার সর্ব বৃহৎ কাহারোলের গরুর
হাটও রয়েছে বন্ধ।উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান জানান, সরকার
ঘোষিত কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, থানা পুলিশ,
সেনাবাহিনী, আনসার সদস্য ও গ্রাম পুলিশরা মাঠে কাজ করছে। তিনি সকলকে
সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।