মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অনাহার বটতলা গ্রামে রাতের আধাঁরে আবু বক্কর সিদ্দিক মিঠু নামের এক ইউপি সদস্যের বাড়িতে দুধর্ষ চুরি হয়েছে। স্টিলের আলমারি ভেঙ্গে চোরেরা সাড়ে ৩ ভরি স্বর্ণ,৭ ভরি রুপা ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক মিঠুর বসত ঘরের ওয়াল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
৫ (জুলাই) সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউপি সদস্য মিঠু বলেন, গত সোমবার দুপুরে খাবার খাওয়ার পর ধীরগন্জ বাজারে দোকানে আসার পর থেকে ঘুম ঘুম ভাব লাগে। রাতে বাসায় আসার পর দেখি আমার বৌ ঘুমিয়ে রয়েছে। ধারণা করছি দুপুরের খাবারের সঙ্গে নেশাদ্রব্য কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে।
এই পর্যন্ত পরপর আমার ঘরে দুই বার চুরি হলো। আমি একজন জনপ্রতিনিধি আমার ঘরে এভাবে একের পর এক চুরি হলে সাধারন জনগনের নিরাপত্তা কোথায়।
এ ব্যাপারে হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরওঙ্গজেব বলেন,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।