রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন। তিনি হলেন রাহিম উদ্দিন। এর আগে হবিগঞ্জ সদরে উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি। আগের উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান অবসর হওয়ায়। এ পদটি ভারপ্রাপ্ত হিসাবে দাঁয়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর আলম। এ দিন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মনজুর আলম উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দাঁয়িত্ব বুঝে দেন । এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ রায়, ইয়াকুব আলী আহসান হাবীব, জয়নাল আবেদীন, কুশমত আলী, সহকারী শিক্ষক সাহিরুল ইসলাম, জিয়াউর রহমান, আজিজার রহমান ফিরোজ আলমসহ অনেকে।