ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে বয়ে গেল মৃদু ভুমি কম্পন। সোমবার রাত ৯টা ২১ মিনিটে ৭ সেকেন্ডের এই ভু-কম্পন বয়ে যায়। এসময় তড়িঘড়ি করে ঘর থেকে অনেকে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের শিক্ষার্থী তামীম তাজ বলেন, ওই সময় পড়ছিলাম, দেখছি হঠাৎ কেঁপে উঠল। টের পেয়ে দ্রæত ঘর থেকে বের হই। এর পর দেখি অনেকেই রাস্তায় বেরিয়ে এসেছে।
একই গ্রামের হাচিনা বেগম বলেন, শুধু শুনলাম ঝনঝন শব্দ হলো। কি যেন কেঁপে উঠলো। এতে ভয় পেলাম।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান মৃদু ভুকম্পনের সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ থেকে ৭ সেকেন্ডের স্থায়ী ভু-কম্পন হয়েছে। তবে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।