বিকাশ ঘোষ,বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ “আসুন শীতর্তা মানুষের পাশে দাঁড়াই ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (ডিসেম্বর -২০২৩) বিকাল ৩ টায় উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কুমোরপুর গ্রামের উদ্দীপ্ত-তরুন সমাজ সংঘ এর আয়োজনে আলোচনা সভা ও শীতার্তা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্দীপ্ত-তরুন সমাজ সংঘের সভাপতি প্রেরিত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রতন কুমার সাহা রেন্টু ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫নং সুজালপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মুক্তা বেগম, মাঝা কুমোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপ্ত-তরুন সমাজ সংঘের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন জনি।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি জানান, শীতে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য প্রতিবছরের মতো এই বছরেও দরিদ্র, দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।