১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে নেসকো লিঃ ঠাকুরগাঁওয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের আয়োজনে করোনাকালীন দুঃসময়ে ৮৩ জন দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মানুষের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও নেসকো কার্যালয় চত্বরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম ছরোয়ার, সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী বদিউল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী ছাদেকুল ইসলামসহ অন্যান্যরা ।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা, তেল-পেঁয়াজ-মরিচ, সাবান।