রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইএসডিও প্রকল্প অফিসে বুধবার (১৫ সেপ্টেম্বর) মাদক হ্রাস,আইনশৃংখলা ও বিট পুলিশিং সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইএসডিও প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, আদিবাসী কমিউনিটিতে মাদক উৎপাদন ও ক্রয়বিক্রয়, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে আমার কাছে ওয়ান-টু ব্যপার। কারণ আপনাদের বাংলা মদ তৈরি আইন প্রয়োগ করলে চলে আসে আপনাদের নেতারা শুরু করে তদ্বির,নতুবা ওসির বিরুদ্ধে আন্দোলন। তাই আদিবাসীদের ক্ষেত্রে আমি আজ থেকে সক্রিয় আপনারা প্রতি এলাকা থেকে ৫ জন করে মানুষ আমার কাছে আসবেন আমি মাদক নিমূল করতে বদ্ধ পরিকর। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি ফ্যাসিলিটের আবু কাজিম, গ্রাম উন্নয়ন কমিটির শান্ত পাহান, সিংরাই সরেন, সুফল মুরমূ, ছটকা হাসদা, বাবু রাম হেমরম, আমিন মারডি।