মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার এর নির্দেশনায় হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এর নেতৃত্বে
রবিবার দিবাগত রাতে উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামে অভিযান চালিয়ে ইব্রাহিম মোল্লার ছেলে ঝিনুক মোল্লা,জামুন মশালডাঙ্গী গ্রামের সোহরাব আলীর ছেলে তোফাজ্জল হোসেন(৪০),পাচঘরিয়া মন্নাটুলী গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম(৪৫) ও গড়ভবানীপুর (ফাজিলপুর) গ্রামের মোজাফফর আলীর ছেলে রাজু আলী(৩০) কে গ্রেফতার করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।