শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ট্রাক্টর ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৩, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ

ফুলবাড়ী প্রতিনিধি \দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাক্টর ট্রলির ধাক্কায় মাহাবুর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী অপর দুইজন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর শরমেলি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুর রহমান(৩২) বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মনছুর আলীর ছেলে।
অপর আহতরা হলেন-একই এলাকার নির্মল চন্দ্রের ছেলে সাগর চন্দ্র (২২) এবং সাহাবুলের ছেলে সাকিল হোসেন (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন দ্রæতগতিতে বিরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিরামপুর থেকে একটি ট্রাক্টর ট্রলি (স্থানীয় নাম মেসি গাড়ি) ফুলবাড়ীর দিকে আসার সময় জয়নগর পেট্রোল পাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মাহাবুর রহমানের মৃত্যু হয়। ট্রাক্টর ট্রলি নিয়ে চালক পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্য দুজন আরোহীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও