শনিবার , ২৫ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পৌরসভায় বঙ্গবন্ধু মুর‌্যাল উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৫, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও পৌরসভায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর‌্যাল” উদ্বোধন করা হয়। ২৫ মার্চ শনিবার পৌরসভা চত্বরে ফিতা কেটে মুর‌্যালের উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌরসভার কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী মো: সোহেল, ঠাকুরগাঁও জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর সহ ৪০ জন বীর মুক্তিযোদ্ধা এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীগণ। উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান, অতিথিবৃন্দ। উল্লেখ্য, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর‌্যাল” ঠাকুরগাঁও পৌরসভার বাস্তবায়নে নির্মিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও