মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশনের সহযোগিতায় হাসপাতাল থেকে নিজ গৃহে ফিরলো বৃদ্ধ আঃগনি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৭, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের নানা ভাবে সহযোগিতা করে আসছে।
২৯ নভেম্বর সোমবার বিকেল আনুমানিক ৫ টায় আব্দুল গনি (৭০)নামে এক বৃদ্ধ নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজার এলাকায় ভিক্ষা বৃত্তি করা কালীন রাস্তা পারাপারের সময় দ্রতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এসময় রক্তাক্ত ও গুরুত্বর আহত অবস্থায় অসহায় বৃদ্ধ মানুষটি মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে কল্যাণী বাজারে ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এ সংবাদ পেয়ে আলোর পথে ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ আহতকে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে এবং সংগঠনের পক্ষ থেকে সব ধরণের সাহায্য সহযোগিতা করার পাশাপাশি নিয়মিতভাবে খোঁজ খবর নিয়ে অতঃপর ৫ ডিসেম্বর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নিজ খরচে বৃদ্ধকে তার গৃহে পৌঁছে দেয় এবং সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ উপহার সরূপ তাকে কয়েক দিনের খাবার, ঔষধ ও সামান্য কিছু নগদ অর্থ প্রদান করে।
এসময় আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি মোঃহানিফ হোসেন, সাধারণ সম্পাদক গকুল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ জবায়দুল হক, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মেহের আলী, কোষাধক্ষ শিমন কিসকু, সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ শফিকুল ইসলাম, মোঃহযরত আলি, মোঃশাহবুদ্দিন, বলরাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আতিক, নিজপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল হোসেন, স্থানীয় আবুল হোসেন,মোঃ নুর খান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আঃ গনি সহ স্থানীয়রা জানান, নিজপাড়া ইউনিয়নের মৃত মোহাম্মদ বুদ্ধিয়ার ছেলে আব্দুল গনি একসময় ১৫/২০ বিঘা খাস জমিতে আবাদী করে স্ত্রী, ছেলে আব্দুস সালাম ও মেয়ে লাভলী কে নিয়ে সংসার জীবন অতিবাহিত করত। কালক্রমে স্থানীয় একটি কুচক্রী মহল গনির আওতায় থাকা জমিজমা বেদখল করে তাকে নিঃস্ব বানিয়ে দিলে বর্তমানে ইউনিয়ন পরিষদের এই একখন্ড সরকারী জমিতে মাটির তৈরি কুঁড়েঘরে নিরাপত্তাহীনতায় কোনোরকমে বসবাস করে আসছে। স্ত্রীর মৃত্যু, নতুন হাট কলাপাড়ায় মেয়ে লাভলী আক্তারের বিয়ে হয় এবং ছেলে সালাম নিজ সংসার নিয়ে অন্যত্র বসবাস করায় ও বৃদ্ধের কোনো খোঁজ খবর না রাখায় সে বাধ্য ও নিরুপায় হয়ে ভিক্ষা বৃত্তি পেশায় জড়িয়ে পড়েছেন। আঃগনি আরো জানান,প্রকৃত বয়স অনেক হলেও জাতীয় পরিচয় পত্রে বয়স কম উল্লেখ থাকায় বয়স্ক ভাতার সুবিধা থেকে বঞ্চিত রয়েছে । স্থানীয় জনপ্রতিনিধিরা রিলিফের চাল ডাল সহ বিভিন্ন প্রকারের সহযোগিতা করলেও অনেক সময়ই অনাহারে অর্ধাহারে থাকতে হয় ।
আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি হানিফ হোসেন জানান, আলোর পথে ফাউন্ডেশনে নেতৃবৃন্দরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ, কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদান, ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করা, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে অন্ন, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ করা, মাদক বিরোধী বিশেষ কার্যক্রম পরিচালনার পাশাপাশি করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় ব্যানার,ফেস্টুন, মাক্স বিতরন সহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার, প্রচারণা চালিয়ে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল  শিশু, সাপের কামড়ে মৃত্যু

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল শিশু, সাপের কামড়ে মৃত্যু

পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে পদত্যাগ পত্র লিখে নেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক ইউপি চেয়ারম্যান

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

বোচাগঞ্জে এ কেমন শত্রুতা!  রাতের আধারে বিষ দিয়ে নষ্ট করেছে ৫০ বিঘা জমির বীজতলা

টানা বৃষ্টিতে বেহাল দশা বীরগঞ্জের গ্রামীণ কাঁচা সড়কগুলো

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা

হরিপুরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমন্বয়হীনতার অভিযোগে খানসামা উপজেলা পরিষদের  মাসিক সমন্বয় সভা বর্জন করলো ৬ ইউপি চেয়ারম্যান

সমন্বয়হীনতার অভিযোগে খানসামা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বর্জন করলো ৬ ইউপি চেয়ারম্যান

বিরলে ইউপি নির্বাচন পরবর্ত্তী সহিংসতার ঘটনায় প্রার্থীসহ ২৮ জনের নামে মামলা, গ্রেফতার-২