মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৭, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ

লিমন সরকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ জেলার পীরগঞ্জ উপজেলার চাপর বাজার রাস্তার সংলগ্ন আজ মঙ্গলবার বিকালে সাধারন জনগনের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ( টিসিবি ) এর পন্য বিক্রয় করা হয়েছে । দ্রব্য মুল্যের উদ্ধগতির কারণে সাধারণ জনগণের নাভিশ্বাস যখন চরমে তখন টিসিবি’র মাধ্যমে সরকারের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
টিসিবি’র বিক্রয় পণ্যের মধ্যে ছিল চিনি -৫৫ টাকা , মশুরডাল -৬০ টাকা পিয়াজ -৩০ ও সোয়াবিন তৈল -১১০ টাকা ধরে লিটার বিক্রয় করে । স্থানীয়রা চাল ও আটার দাবী জানিয়েছেন । এ সময় উপস্থিত ছিলেন টিসিবি’র পীরগঞ্জ উপজেলার ডিলার মেসাস হাবীব ট্রেডার্সের মালিক হাবীব , ও উপজেলার সরকারি কৃষি কর্মকর্তা রহিম ও সাংবাদিক এবং স্থানীয় মানুষগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও