ঠাকুরগাঁও : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আন্ত:উপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন ভুঁইয়া।
এসময় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বাফুফের প্রবীর গুপ্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সদর উপজেলা ক্রীড়া সংস্থা ৪-১ গোলে বালিয়ডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
আগামী রবিবার একই ভেন্যুতে পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা-হরিপুর উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে ৫টি উপজেলা ও একটি পৌরসভা দল অংশ নিচ্ছে।