পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গুডনেইবারস্ কৃষি সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ কৃষি সমবায় সমিতির আয়োজনে ইনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্তরে রুমে এই সাধারণ সভা হয়। এসময় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবার অফিসার আহমেদ হোসেন, ইউপি চেয়ারম্যান একরামুল হক, নব নির্বাচিত চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই, গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, গুডনেইবারস্ পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগম, সংস্থার আই জি অফিসার জীবন্ত হাগিদক প্রমুখ। এ সময় শেয়ার ,সঞ্চয় ও লোন ফেরৎ অবদান রাখায় আজিতা, ফুলফুলী ও বিউটি রানীকে পুরস্কৃত করা হয়।