দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহরের ৭ নং ওয়ার্ডের গাঠুর মোড়ে পাওনা টাকা চাইতে গিয়ে ইমারত মিস্ত্রী মৃত আহেদ আলী শেখের ছেলে উজ্জ্বলের স্ত্রী শরিফা (৩৫),মেয়ে উর্মি (১৩), ও ছেলে শফিকুল(২০) আহত হয়েছে। এব্যাপারে উজ্জ্বল জানায়, তার সহোদর বড়ভাই মোফাজ্জল মাত্র কদিনের কথা বলে বছর ৩ আগে মেয়ের চিকিৎসার জন্য উজ্জ্বলের কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা কর্জ নেয়। কিছুদিন অতিবাহিত হওয়ায় বারংবার পাওনা কর্জের টাকা ফেরত চাইলে আজকাল করে দীর্ঘ প্রায় ৩ বছর পেরুলেও টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং শুক্রবার রাতে মোফাজ্জলের বাড়িতে পাওনা টাকা চাইতে আসা উজ্জ্বলের স্ত্রী, কন্যা ও ছেলেকে মোফাজ্জল, তার স্ত্রী আনোয়ারা, ছেলে মিলন, মেরাজুল ওরফে আইনুল, মেয়ে জামাই আমিনুল, নাতনি টুকটুকি নিপা সহ একজোট হয়ে লাঁঠি,সোঁটা দিয়ে বেধরক মারধর করে বাড়ির বাহিরে বের করে ও ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ঠান্ডু মান্নানের বাড়ির সামনে থেকে গাঠুর মোড়ে তাড়া করে নিয়ে গিয়ে গাঠুর দোকানের সামনে পুনরায় মারধর করে প্রানণাশের চেষ্টা চালায়। এসময় প্রতিবেশী রঙ্গিলা,ইমরান সহ স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। আহত কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেণীর ছাত্রী উর্মী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও শনিবার সকালে গুরুতর আহত মা ও ছেলেকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এ রিপোর্ট লিখা পর্যন্ত বীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।