বুধবার , ২২ ডিসেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২২, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃবাংলাদেশ নির্বাচন কমিশনার ঘোষণা অনুযায়ী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নের ভোট গ্রহণ হবে আগামী ৩১ জানুয়ারি। তফসিল ঘোষণার পরই সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীদের দৌড়ঝাঁপ বেঁড়ে গিয়েছে। ১৮ ডিসেম্বর ষষ্ঠ ধাপে নিজপাড়া ও ভোগনগর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সংবাদ পেয়ে ইতোমধ্যে ভোগনগর ইউপির গতবারের নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবারও নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ রাজিউর রহমান রাজু দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উঠান বৈঠক ও প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে নিজপাড়া ইউনিয়নে গত ইউপি নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি নুয়াইস সাঈদ নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এম এ খালেক সরকারের কাছে পরাজিত হয়ে ছিলেন তিনি। এবার নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রহমত আলী তিনিও ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশী। তিনি বিভিন্ন পড়ার- মহল্লায় প্রচার-প্রচারণার পাশাপাশি নৌকা মার্কার মনোয়ন পেতে তৃণিমূল পর্যায়ে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রচার- প্রচারণা চালিয়ে আসছেন। সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরাও বসে নেই তাদের নির্বাচনীয় প্রচার-প্রচারণায়। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ ধাপে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ও ভোগনগর ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ ৩ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ৬ জানুয়ারী,
মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল তারিখ ৭-৯, আপিল নিষ্পত্তির তারিখ ১০-১২ জানুয়ারি,প্রার্থীতা প্রত্যাহারের শেষ ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোট ৩১ জানুয়ারি। উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার বলেন,বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউপিতে চতুর্থ ধাপে ভোট অনুষ্ঠিত হলেও দুটিতে ষষ্ঠ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলা সংক্রান্ত জটিলতায় ওই দুটি ইউপিতে বিগত তফসিলে তফসিল ঘোষণা করা সম্ভব হয়নি। জটিলতা নিরসন হওয়ায় ষষ্ঠ ধাপে তফসিলে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে তফসিল ঘোষণা করা হয়েছে। নির্ধারিত তারিখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বীরগঞ্জ পৌরসভার নির্বাচনের পর আবারও ২টি ইউনিয়নে ইভিএম (ইলেক্ট্রনিক) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এটি সফল করতে প্রার্থী ও ভোটারদের সহায়তা কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর উপজেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাখিদের অভয়ারন্য দিনাজপুরের খানসামা উপজেলার চেয়ারম্যানবাড়ি এলাকা

ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষায় আলোকিত করে ——হুইপ ইকবালুর রহিম

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের আকুল আবেদন ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হয়েও গেজেটভুক্ত তালিকায় আমার নাম নেই

রুহিয়ায় রাতের আঁধারে ৪ একর ফলন্ত কুমড়ার গাছ কাটল দুর্বৃত্তরা

পীরগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নৃত্য প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সুলতান কামাল উদ্দিন বাচ্চু নৃত্য চর্চা বাঙালী সংস্কৃতির ঐতিহ্য বহন করে

কাহারোলে হাঁস পালন করে ভাগ্যের পরিবর্তন করেছেন- বাবুল ইসলাম

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা চেয়ারম্যান প্রার্থী আপেলের সৌজন্য সাক্ষাত

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত