বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। ৩ বছর বিভিন্ন সেবা মুলক কাজ করে আসছিল কোইকা।
গত ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় কোইকা গুড নেইবারস বাংলাদেশ সিএইচডব্লিউ প্রকল্পের আয়োজনে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাইনদ্দিন মইনুলের সভাপতিত্বে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোইকা কান্ট্রি ডিরেক্টর দো ইয়াং আ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মমতাজ বেগম, উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, দিনাজপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ আশুতোষ দেবশর্মা, কোইকা প্রকল্প ব্যবস্থাপক রেমন্ড কুইয়া, নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ পারভেজ শাহান, ইশানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু ।
প্রধান অতিথি ডিরেক্টর দো ইয়াং আ বলেন, মা বোনদের স্বাভাবিক প্রসব নিশ্চিত করনে আধুনিক মেডিক্যাল উপকরসহ ২টি ২৪/৭ নিরাপদ প্রসব কেন্দ্র নির্মান করা হয়েছে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের মাধ্যমে। আজ প্রকল্পের সমাপনী দিনে হাসপাল ২টি দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক এর কাছে হস্তান্তর করা হলো। আশা করছি সরকারী বেসরকারী উদ্যোগে এই নিরাপদ প্রসব কেন্দ ২চি কে টিকিয়ে রাখতে হবে। যেন গরীব অসহায় মা বোনেরা উপকৃত হয়-