সোমবার , ৩১ জানুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড শীতে বিপর্যস্ত তেঁতুলিয়ার মানুষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৩১, ২০২২ ৬:১২ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে । সোমবার সকাল ৯টায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা রবিবার থেকে ৮ কমে ছয় শুন্যতে পৌছেছে। গত ৪ দিন ধরে ৮ এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ অঞ্চলে। এতে করে মাঝারি শৈত্যপ্রবাহে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশের উত্তরের সীমান্ত জনপদের মানুষদের।

শীতের প্রকোপে চরম দূর্ভোগে পরিণত হয়েছে। কষ্ট পাচ্ছে শিশু থেকে বয়োজৈষ্ঠ্যরা। ভালো নেই নি¤œ আয়ের মানুষগুলো। যাতের দিনের কামাই-রোজগার দিয়ে চলে পরিবার। শীতের তীব্রতার কারণে কাজে যেতে ভয় পাচ্ছেন দিন মজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক থেকে নানান পেশাজীবি মানুষগুলো। বেকার হয়ে পড়েছেন তারা। তারা জানাচ্ছেন, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত বরফের মতো ঠান্ডা লাগে। ঠান্ডার কারনে কাজে যেতে পারছি না।

সকালে বাড়ির উঠোনে খড়-কুটো আগুন জ্বালিয়ে শীত নিবারণকালে কথা হয় ডাঙ্গীবস্তি, সরদারপাড়া গ্রামে কয়েকজন গৃহিনী জানান, দিনের চেয়ে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাতাসের কারণে প্রচন্ড শীত লাগতে শুরু করে। রাত বাড়ার সাথে সাথেই ঘরের সবকিছু বরফ হয়ে উঠে। তা সহ্য করার মতো নয়।

বোরো চাষী আক্তার আলী জানান, সকালে খুব ঠান্ডা। কুয়াশা, বাতাস আর কনকনে ঠান্ডার কারণে বীজতলার কাজ করতে কষ্ট হচ্ছে। অনেক বেলা করে ক্ষেতে যেতে হচ্ছে। যা সকাল সকাল অনেক কাজ হয়ে যাওয়ার কথা।

মহানন্দার পাথর শ্রমিক সুফিয়ান, নাহিরুল ও তাহের জানান, একদিকে তীব্র ঠান্ডা, অন্যদিকে মহানন্দার পানি বরফের মতো ঠান্ডা। পাথর তুলে পরিবার চলে। তারপরেও ঠান্ডা মনে না করেই নদীতে যেতে হয়। কিন্তু কাজ শেষে রাতে জ্বর জ্বর লাগে। ঠান্ডাটা মারাত্মকভাবে পড়েছে।

শীতের তীব্রতা থেকে বাঁচতে গরম কাঁপড় কিনতে হাটবাজারের ফুটপাতের দোকানগুলোর দিকে ছুটছে বিভিন্ন পেশাজীবির মানুষ। শীত নিবারণে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ফুটপাতের দোকানগুলো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লেগে রয়েছে মানুষের ভিড়। তারা কেউ নি¤œবিত্ত, কেউ দিন মজুর আবার কেউ মধ্যবিত্ত থেকে উচ্চ বিত্তও।

শীতের তীব্রতার কারণে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

মাঝারি এ শৈত্যপ্রবাহের কারণে সন্ধ্যার থেকে বইতে থাকে উত্তরীয়-পূবালী ঠান্ডা বাতাস। রাত ৮টার মধ্যে জনশূন্য হতে থাকে শহর ও গ্রামাঞ্চলের হাটবাজার। রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঝরে শিশির। সকালে ঘন কুয়াশার সাথে বইতে থাকা হিম বাতাসে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করে। কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বত সন্নিকটে থাকায় শীতের প্রকটে খড়-কুটো আগুনে জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় প্রান্তিক জনপদের মানুষগুলোকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শনিবার সকাল ৯টায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার থেকে শুন দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কমেছে। গত ২৮ জানুয়ারী থেকেই ৮ এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। যা মাঝারি শৈত্যপ্রবাহ। ৩০ জানুয়ারি সকাল ৯টায় ৬ দশমিক ৮, ২৯ জানুয়ারী ৭ ও ২৮ জানুয়ারী ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করা হয়েছে। মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আকাশের মেঘ সরে যাওয়ার কারণে ভারি শৈত্যপ্রবাহ বইছে। এরকম দু’চারদিন চলতে পারে। ফেব্রæয়ারির ২ তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে মাদ্রাজী জাতের ওলকচুর চাষ

হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মত বিনিময়কালে জেলা প্রশাসক সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে পল্লীশ্রী কাজ করবে

দেশ ও দেশের মানুষের উন্নয়ন করাই শেখ হাসিনার লক্ষ্য—হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈল রামরাই দিঘিতে পাখিপ্রেমী পর্যটকদের ভীড়

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

বীরগঞ্জের ঝাড়বাড়ীতে রায়হান হেয়ার ইন্টারন্যাশনাল লিঃ এর কার্যক্রম বন্ধ করলো প্রশাসন

ঠাকুরগাঁওয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে ব্র্যাকের কর্মসূচি পালন