হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের টাইমস্কেল ও গ্রেডেশন এর অধিকার আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভা কক্ষে কারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহমত আলীকে সভাপতি ও মুন্নাটলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, জিয়াউল রহমান ও সামশুল হকসহ উপজেলার সহকারি শিক্ষকবৃন্দ।