শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে অবিরাম বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ইটভাটায় তৈরি করা কাঁচা ইট পোড়ানোর জন্য খোলা মাঠে স্তূপ করে রাখা কোটি কোটি টাকা মূল্যের ইট বৃষ্টিতে ভিজে লাখ লাখ ইট বৃষ্টির পানিতে গলে গেয়েছে। এতে ভাটা মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনে বিপর্যয় নেমে আসে। ক্ষতির শিকার হয়েছে ইটভাটার মালিকরা। উপজেলার প্রায় সব ইটভাটাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভাটা মালিকদের লক্ষ লক্ষ টাকার ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। সরজমিনে উপজেলার কয়েকটি ভাটায় গিয়ে দেখা যায়, রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে। এছাড়াও আগুনে পোড়ানোর আগে শুকানো সারিবদ্ধ করে রাখা ইটগুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে। উপজেলার মেসার্স জেড এস এস ব্রিক্স এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুর ইসলাম বলেন, অকালে টানা বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হবে। তিনি আরও বলেন,এমন পরিস্থিতিতে এ বছর আর ভাটা চালু করা কঠিন বলে মন্তব্য করেছেন তিনি। অপরদিকে রাতে থেকে এমন বৃষ্টি ও হিমেল বাতাসে খেটে খাওয়া দিনমজুর মানুষেরও পড়েছেন বিপাকে। বাড়ি থেকে বেড়াতে পারছেন না অনেকে। রাস্তায় তেমন বাস-ট্রাক, ভ্যান – রিকশা সহ জনশূন্য পুরো এলাকা। বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী বাবুল বলেন,বৃষ্টির পানিতে আমার নিজের ভাটাসহ উপজেলার ৩২ টি ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, কয়লার দাম আগের চেয়ে দ্বিগুণ আর শ্রমিক, মাটির ও তেলের দামও বেশি এত কিছুর মধ্যেও আমরা ভাটাগুলো সচল ছিলাম। কিন্তু মাঘের আকস্মিক বৃষ্টিতে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন ভাটা মালিকেরা। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজামো আসাদুজ্জামান বলেন, অবিরাম বৃষ্টিতে বীরগঞ্জ উপজেলায় কৃষি খাতে তেমন ক্ষতি হয়নি। তবে আলু চাষিদের কিছু ক্ষতি পোহাতে হবে। তাছাড়া বৃষ্টিতে সকল কৃষকের লাভ হবে বলে তিনি মন্তব্য করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রশাসনের আশ্বাস রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হরিপুরে পরোয়ানাভূক্ত ৬ পলাতক আসামি গ্রেফতার

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে জব ফেয়ার

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা উপলক্ষে দিনাজপুরে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম!

এক সপ্তাহ গরুর হাট বন্ধ ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা

বীরগঞ্জের পাথরঘাটা নদীতে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

কাহারোলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

কালাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ