বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় সরকারের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের কর্মসূচি) কাজের অনিয়মের অভিযোগ উঠেছে , ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে । এমনকি অতি দ্ররিদ্র শ্রমিকদের তালিকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, নাম এবং আপন ভাইয়ের নাম দিয়ে চলছে । কর্মহীন মৌসুমে দুস্থ পরিবারের স্বল্পমেয়াদী কর্মসংস্থান এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকারের উন্নয়ন প্রকল্পে ওয়ার্ডের নেতাকর্মীদের নাম থাকা সত্ত্বেও কাজ না করার অভিযোগ করেছেন এলাকাবাসি। আর এই বিষয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সরেজমিনে তদন্তে গেলে নবাগত ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহা আলম বলেন, আমার ওয়ার্ড ১৬ জনের নাম থাকলেই কাজ করে ৪ থেকে ৬ জন আসে । বাকিরা আসে না, তারা দলিয় ক্ষমতা বলে কাজ করে না । একই কথা বলেন সাধারণ সম্পাদক সোহেল রানা, তিনি বলেন, সাবেক সভাপতি, সম্পাদকের লোকজন আসে না, তাদের কিছু বলতেই পারি না, বললে, গেলে উল্টো আমাদের কথা শুনতে হয় । তাছাড়াও কাজের সময় ৪ টা পর্যন্ত থাকলেই ১১ টা ১২ টার দিকেই চলে যায় সবাই । এছাড়াও ৫ নং — ওয়ার্ড এলাকায় ৪০ দিনের কর্মসূচি কাজের চরম অনিয়ম ২১ জন শ্রমিক থাকার কথা থাকলেও কাজ করে দিনে ৮/৯ জন । এছাড়া ঐ এলাকায় ঠিকমত শ্রমিকরা কাজও করেননি এবং অধিকাংশ শ্রমিকের পরনে ছিল জিন্স প্যান্ট ও পায়ে ছিল জুতা পড়া। এমন গুরুতর অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়। ঘটনার সত্যতা স্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেবেশ চন্দ্র বলেন, জগ্ননাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় এমনটা হচ্ছে, এমনকি দলিয় লোকজনের নাম আছে তারা ঠিক মত কাজ করছে হয়তো দুই-একজন কাজ করে না। বাকি সবাই কাজ করে। তিনি আরো বলে আমাদের ইউনিয়নের সবে মাত্র নবাগত চেয়ারম্যান শপথ নিয়েছে এখনো পরিষদে বসেনি,, চেয়ারম্যান বসলে ওনার সাথে বসে সব ঠিক করে ফেলবো,। এছাড়াও আমার দলের ৫০ জনের নাম আছে সাবাই কাজ করবে। আপনারা মেম্বার চেয়ারম্যানদের বলেন, তাদের লোকজনকে ঠিক করতে। আমি প্রতিদিন ওয়ার্ড বাই ওয়ার্ড ঘুরে চেক করবো যারা কাজে আসবেনা তাদের হাজিরা কাটা যাবে। এই বিষয়ে জগ্ননাথপুর ইউনিয়নের সচিব সন্তোষ বর্মনের কাছে জানতে চাইলে তিনি বলেন ,আমার এই সব দেখার সময় নাই। এই বিষয়ে সদর উপজেলা থেকে লোকজন এসে দেখে যাচ্ছে,। কতজন কাজ করে জানতে চাইলে ১৭৯ জন আছে কিন্তু তালিকা দেখানো যাবে না। জানতে চাইলে এ বিষয়ে জগ্ননাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বলেন, আমি পরিষদে বসি, তারপরে বলতে পারবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সরকারি রাস্তা জবর দখল করায় সাংবাদিক সম্মেলন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে খড়ের গাদা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ৩রা ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস

রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ

বীরগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম

দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় দর্শনার্থীদের

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় চালুর পর বিমান বন্দরটি চালু হলে মানুষের যাতায়াতে সুবিধা হবে — রমেশ চন্দ্র সেন এমপি

কাহারোলে উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত