শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবু কে গণসংবর্ধনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী -২০২২) দুপুরে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এসে পৌচ্ছালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুরের নেতৃত্বে তাদের স্বাগতম জানানো হয়। পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বীরগঞ্জ, কাহারোল ও খানসামার নেতাকর্মীদের যৌথ উদ্যোগে বাংলাদেশ আ. লীগ দিনাজপুর জেলা শাখা, দিনাজপুর -১( বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা যুবলীগ,পৌর আওয়ামী লীগ,উপজেলা ছাত্রলীগ,বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা তাঁতী লীগ,কাহারোল উপজেলা আ. লীগ, বীরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ,নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দরা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কে প্রাণঢালা গণসংবর্ধনা জানান। এসময় দিনাজপুর জেলা আ. লীগের সহ-সভাপতি ফারুকুনজ্জামান মাইকেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন,জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এড্যাভোকেট মোঃ সাইফুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা আ. লীগের সহ-সভাপতি করিমুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোগনগর ইউপি চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, কেন্দ্রীয় আ.লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসেইন মুহম্মদ বিপু, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সাবুল, ত্রাণ বিষয়ক সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার, প্রচার সম্পাদক হরিস চন্দ্র মিঠু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী,কাহারোল উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, কাহারোল উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো.মোস্তফা হোসেন আলম,যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিলনসহ আ.লীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও