মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে হরিপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পালের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন রিপাসহ দলীয় নেতাকর্মীগণ।