শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ব্যানবেইস ভবন নির্মানে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৯, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ব্যান বেইস (বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো) ভবনের ছাদ ঢালাই কাজে নি¤œ মানের পাথর ও সিমেন্ট এবং মরিচা ধরা রড ব্যবহার করা সহ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্মাণ কাজে অনিয়মের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নির্মান কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি দ্বি-তল অফিস ভবন নির্মাণ করছেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো। নির্মাণ কাজের দায়িত্ব পায় জ্যাক ইন্টারন্যাল লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এরই মধ্যে ভবনের এক তলার নির্মাণ কাজ সম্মন্ন হয়েছে। দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ে জন্য প্রায় তিন মাস আগে রড় বিছানো হয়। এরপর কাজ বন্ধ রেখে গা ঢাকা দেয় ভবন নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। সাটারিংয়ের উপর বিছানো রডগুলি দীর্ঘদিন খোলা আকাশের নিচে উন্মক্ত অবস্থায় থাকায় মরিচা ধরে সেগুলোতে। হঠাৎ করেই বৃহস্পতিবার কাউকে না জানিয়ে মরিচা ধরা রডের উপর দ্বিতীয় গ্রেডের সিমেন্ট এবং নি¤œ মানের পাথর দিয়ে ছাদ ঢালাই কাজ শুরু করে ঠিকাদারের লোকজন। এ খবর জানতে পেরে বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা প্রকৌশলী শামীম আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ সহ উপজেলা প্রশাসনের কর্মকতা এবং স্থানীয় সাংবাদিকরা ছাদ ঢালাই কাজ পরিদর্শন করেন। এ সময় মরিচা ধরা রড, নি¤œ মানের সিমেন্ট ও পাথর দেখতে পেয়ে কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, মধ্যখানে কিছু দিন কাজ বন্ধ থাকায় রডে মরিচা ধরেছে। তারা সেটা পরিস্কার করে কাজ করার চেষ্টা করছেন। নি¤œ মানের সিমেন্ট বা পাথর ব্যবহার করা হচ্ছে না।
ব্যান বেইসের তদারকির দায়িত্ব পাপ্ত সুপার ভাইজার ইমরান বলেন, ব্যান বেইসের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি এবং মরিচা ধরা রডের ছবি পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, ওই ভবন নির্মান কাজে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। ছাদ ও বীমে ব্যবহার করা রড গুলি পুরনো এবং মরিচা ধরা। যা পরিদর্শনের সময় ধরা পড়ে। সে জন্য আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

কাহারোলে অবাধ্য কন্যা সন্তান কে ত্যাজ্যকন্যা করলেন পিতা -মাতা

পীরগঞ্জ সরকারি কলেজে মহান একুশে পালিত

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা ও সনদপত্র প্রদান

বীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন

কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ ১৪ জন আহত

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন