বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ (৩ জানুয়ারী -২০২২) সোমবার রাতে দিনাজপুরের কাহারোল উপজলার রামচন্দ্রপুর ইউনিয়নের দাসপাড়ায় বাড়ীতে বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় খুশি হয়ে এক বৃদ্ধা তাঁর মাথায় বুলিয়ে আশির্বাদ দিচ্ছেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বীরগঞ্জ- কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র উপস্থিত ছিলেন।