বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে,বোদা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রার্থমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন,বোদা পৌর সভার প্যানেল মেয়র সুলতানা আলম ও প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।