দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের সুপ্রাচীন ও শতবছরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে নাট্য সমিতি মিলনায়তনে।
নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত ও নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু। আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। সভার শুরুতে চিত্ত ঘোষের মাতা স্বর্গীয় ভালোবাসা ঘোষ, সুব্রত মজুমদারের মাতা রাধা রানী মজুমদার, ভাই সীমান্ত মজুমদারসহ দেশের বিভিন্ন প্রথিত যশা ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নাট্য সমিতির নাট্যাধ্যাক্ষ কাজী বোরহানের পক্ষে অধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন সহ-অধ্যক্ষ তরিকুল আলম। প্রতিবেদনের উপর আলোচনা করেন সাধারন সদস্য অধ্যাপক আব্দুল জলিল, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, বকুল ব্যানার্জী, ষষ্টি চন্দ্র, শামসুল ইসলাম প্রমুখ। শেষে উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদনের অনুমোদন প্রদান করেন। সভাপতি চিত্ত ঘোষ সমাপনী বক্তব্যে বলেন, সাধারন সভার মাধ্যমে একটি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহীতা বৃদ্ধি পায় এবং সংগঠনকে গতিশীল করতে সাহায্য করে। বিশেষ করে সাধারন সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আমার বিশ্বাস সদস্যদের সুচিন্তিত পরামর্শের মধ্য দিয়ে আগামী দিনে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এবং শতবর্ষের ঐতিহ্য বজায় রাখবে।