ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবন করার অভিযোগে ৩ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও দুইশ টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার ভোর রাতে ভোমরাদহ ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, উপজেলার সেনুয়া গ্রামের মৃত উজির উদ্দীনের ছেলে রেজানুল হক(৩২), পশিরউদ্দীনের ছেলে রাজু রানা (২৪) এবং আব্দুল হাকিমের ছেলে মানিক হোসেন (৩৫)।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ও ২১ এর ধারা মতে তাদের জেল ও জরিমানা করা হয়।