রবিবার , ২০ মার্চ ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গম নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকেরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২০, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে এ বছর গমের আবাদ কিছুটা কমেছে। কৃষকেরা গত বছর গমের দাম কম পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এ বছর ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে ঘুরে দেখা যায়, গম পাকা শুরু হয়েছে। আর কয়েকদিনের মধ্যে গম কাটা শুরু করবেন কৃষকেরা। তবে এ বছর গমের ভাল ফলন ও দামের আশা করছেন কৃষকেরা। বর্তমানে কাচা গম ১ হাজার টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। শুকনো গমের দাম আরও বাড়বে বলে জানা যায়। সব কিছু মিলিয়ে গম নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকেরা। ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাষ্টারপাড়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদ জানান, তিনি এ বছর সাড়ে ৩ বিঘা (১৭৫ শতক) জমিতে গম আবাদ করেছেন। ফলনও হয়েছে ভাল। গম পাকা শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে গম কাটবেন বলে জানান তিনি। একই সাথে গম আবাদ কম করার কারন হিসেবে সার ও কীটনাশকের দাম তুলনামুলক বেশিকেও দায়ী করেন তিনি।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম জানান, ইতিমধ্যে গমের ক্ষেত সোনালী আকারে রুপ নিয়েছে। নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগ করছেন তিনি। ফলন ভাল হওয়ার আশা করলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, জেলায় এ মৌসুমে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭১ মেট্রিক টন। আবাদ হয়েছে ৪৫ হাজার ১৯২ হেক্টর জমিতে। যা গত বছরে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৯৩৮ মেট্রিক টন। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ –পরিচালক কৃষিবীদ আবু হোসেন জানান, বাংলাদেশের সবচেয়ে বেশি গম আবাদ হতো ঠাকুরগাঁও জেলায় । কিন্তু গত বছর গমের দাম কম থাকায় কৃষকেরা এ বছর গমের আবাদ কিছুটা কম করেছেন। তিনি জানান, বর্তমানে ভুট্ট্রার আবাদ বেড়েছে। গমের চেয়ে বেশি লাভজনক হওয়ায় কৃষকেরা ভুট্ট্রা চাষে বেশি ঝুকছেন। তার পরও কৃষকেরা গমের ন্যর্য মূল্য পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাট ও ফুলবাড়ীতে তিন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি

বিরলে ঐতিহ্যবাহী মেটি প্রতিষ্ঠান দীপশিখা’র প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল !

ডাহুক নদীতে পাথর তুলতে না দিলে সংসার কেমনে চলবো, আমরা কর্মহীন হয়ে পরবো বলেন শ্রমিকরা

চিরিরবন্দরে টমেটোর বাম্পার ফলন, লাভবান চাষি

জাতীয় পরিসংখ্যান দিবসের র‌্যালী শেষে আলোচনা সভা

হরিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে মেসার্স ইয়াসমিন ট্রেডার্স এর শুভ উদ্বোধন

বীরগঞ্জে দারিয়াপুর আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন