বুধবার , ২১ জুন ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২১, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দেশের খাদ্য ভান্ডার বলে খ্যাত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নানা কারনে এগিয়ে থেকে নিজ মহিমায় মাথা উচু করে দাড়িয়ে আছে। তেভাগা আন্দোলনের নেতা হাজ¦ী মোহাম্মাদ দানেশ, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী, বর্তমান সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ অনেক গুনীজনের জন্ম এই বোচাগঞ্জে। এখানে রয়েছে সেতাবগঞ্জ চিনিকল, ৩৫টি অটো রাইস মিল, ১টি জুট মিল,কয়েক শত হাসকিং মিল, ফিড মিল, অসংখ্য সরকারি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। জনসংখা প্রায় ২ লক্ষ। যাতায়াতের ব্যবস্থাও সহজ। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় যেতে বাস, কোচ ও ট্রেনএর ব্যবস্থা আছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে সেতাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট স্বল্পতা। পঞ্চগর থেকে ছেড়ে আসা সকালে দ্রæতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট এর সংখ্যা ৫টি। রাত্রে একতা ট্রেনের টিকেট এর সংখা ১০টি এবং দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস সেতাবগঞ্জ রেল স্টেশনের উপর দিয়ে যাতায়াত করলেও কোন যাত্রা বিরতি নেই। বাধ্য হয়ে ভুক্তভোগি রেলযাত্রীদের অধিক মুল্যদিয়ে অনলাইন কিংবা দালালের মাধ্যমে টিকেট ক্রয় করে রেলভ্রমন করতে হচ্ছে তারা জানায়।
পঞ্চগর এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ রেল স্টেশনে যাত্রা বিরতি করলে সেতাবগঞ্জ এর যাত্রীদের কিছুটা কষ্ট লাঘব হবে। এই প্রয়োজনীতা অনুভব করে বোচাগঞ্জ-বিরলের সাংসদ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রেল মন্ত্রানালয় বরাবর একটি ডিও লেটার পাঠিয়েছিলেন। তাতে কোন কাজ হচ্ছে না। পঞ্চগর থেকে সেতাবগঞ্জ পযন্ত অনেক ষ্টেশনে প্রয়োজনের অধিক টিকিট দেয়া হয়। কিন্তু এক অদৃশ্যের কারনে জনবহুল সেতাবগঞ্জ স্টেশনের জন্য বরাদ্দ টিকিট সংখা অতি নগন্য।প্রতি ঈদে রেল মন্ত্রানালয় কর্তৃক বিশেষ ২টি ট্রেন ঢাকা-পঞ্চগর রুটে চলাচল করে থাকলেও সেতাবগঞ্জের মত একটি গুরুত্বপূর্ণ ষ্টেশনে এসব ট্রেন থামে না। ফলে ঈদে বাড়ী ফিরা স্বল্প আয়ের মানুষরা এই বিশেষ যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সেতাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মোঃ মুক্তার হোসেন জানান, সকালে ৩০টি ও রাতে ৫০ টিকিট সরবরাহ করলেই টিকিট প্রত্যাশিদের চাপ কমবে এবং দুপুরে পঞ্চগর এক্সপ্রেস এখানে যাত্রা বিরতি করলে রেলে ভ্রমনকারী মানুষরা উপকৃত হবেন। পঞ্চগড় এক্সপ্রেস এর স্টপেজের দাবী র্দীঘদিনের। এজন্য তিনি যাত্রী সাধারনের কথা ভেবে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জের আদিবাসী পরিবারগুলোর দাবী হারানো পৈত্রিক জমি ও বসতভিটা ফিরে পেতে চাই

পঞ্চগড়-১ আসনে আ’লীগের মনোনয়ন নিলেন ৮ জন

তেঁতুলিয়ায় শিক্ষক দিবস পালিত

আগামী জুলাই মাসেই টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে — রাণীশংকৈলে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত

রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর -১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী প্রভাসের প্রচারণা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা