সেতাবগঞ্জে দিনাজপুর জেলা ট্রাক, টেংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন- ২৪৫ এর নতুন অফিস উদ্বোধন করলেন পৌর মেয়র মোঃ অাসলাম
অাজ ১ এপ্রিল শুক্রবার বিকেলে সেতাবগঞ্জ পৌরসভার ঝারবাড়ী রেলগেইট সংলগ্ন হাজী অালমের মার্কেটে এই নতুন অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের অায়োজন করা হয়- এসময় সেতাবগঞ্জ উত্তরা অটো রাইস মিলের সত্বাধিকারী অালহাজ্ব অালতাফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান সোনা, অাকতারুল ইসলাম, অালহাজ্ব মোঃ অালম, শ্রমিক নেতা মানিকুল ইসলাম, দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর – ২৪৫ এর সভাপতি অাব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ অালম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।