ঠাকুরগাঁও : জেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে অনুমতি প্রদানে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগায়ের সাংবাদিকবৃন্দ।
জানা গেছে আজ সন্ধ্যায় জেলা ও উপজেলা থেকে সংবাদকর্মীরা জেলা নির্বাচন কার্যালয়ে এসে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেন। ভুঁইফর কয়েকটি অনলাইন সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে অনুমতি প্রদানের কার্ড ইস্যু করা হয়। কিন্তু প্রকৃত সাংবাদিক হয়েও কার্ড পায়নি এমন অভিযোগ উঠেছে জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে।
জেলার পীরগঞ্জ উপজেলার আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বিষ্ণুপদ রায় সহ বেশ কয়েকজন সাংবাদিক মোটরসাইকেল চলাচলের বৈধ কাগজপত্র দিয়েও অনুমতি কার্ড না পেয়ে ফিরে যান।
বিষ্ণুপদ রায় অভিযোগ করে বলেন জেলা নির্বাচন অফিসার মোটরসাইকেল এর কার্ড বিতরণে অনুমতি প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল জানান, জেলা পরিষদ নির্বাচনে একজন সংবাদকর্মীর তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন নির্বাচন অফিসার, যা কোনোভাবেই কাম্য নয়।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম বলেন, অভিযোগ সত্য নয়।