হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ৫ নং সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১৬ এপ্রিল) বটতলী মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং হরিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ৷
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র হরিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন,জেলা বিএনপির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম,১ নং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হরিপুর উপজেলা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি ও ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,৫ নং হরিপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।