শুক্রবার , ৪ ডিসেম্বর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৪, ২০২০ ৫:৩২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : ২য় ধাপে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার তফশিল ঘোষণার পর আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যেই লবিং শুরু করেছেন। আগামী ১৬ জানুয়ারি -২০২০ পৌরনির্বাচনের ভোট গ্রহণ করা হবে ইবিএমের মাধ্যমে। প্রার্থী হিসেবে জানান দিতে শারদীয় দুর্গাপূজার আগ থেকেই মাঠে সরব সম্ভব্য মেয়র পদ-প্রার্থীগণ। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তারা। অনেকেই ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার সাঁটিয়েছেন পৌর এলাকাজুড়ে। তফশিল ঘোষণা হওয়ার পর বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো পৌরসভার ভোটারদের মাঝে। এবার বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত দলীয় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, গত পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য ও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল সালাম সরকার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো:রফিকুল ইসলাম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন,
সাবেক মেয়র মাওলনা মোহাম্মদ হানিফ(জামায়াত), বীরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক ও সুজালপুরের সাবেক চেয়ারম্যান মরহুম তোজাম্মেল হক তজ মাস্টারের ছেলে তরুণ প্রার্থী মোঃ মোকারম হোসেন (পলাশ), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো: শাহ আলম প্রমূখ। প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে চায়ের দোকান থেকে অফিস পাড়ায়। মনোনয়ন পেতে তৃণমূল থেকে শুরু করে জেলা ও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেচলেছেন মনোনয়ন প্রত্যাশীরা। বীরগঞ্জ পৌরসভা উপজেলা শহরের ৫নং সুজালপুর ইউনিয়নের ৪টি মৌজার আংশিক এলাকা ৬.৩০বর্গ কি.মি. আয়তন নিয়ে গত ২০০২ সালে ১৫ জুন স্থাপিত হয়ে কার্য্যক্রম শুরু হয়। সুজালপুরের ১টি অস্থায়ী বাসায় সে সময় বীরগঞ্জ উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার এস.এম আশরাফুজ্জামান প্রথম পৌর প্রশাসক হয়ে সল্প সময়ে সরকারের সু-দৃষ্টিতে ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর সরকার পৌরসভাটিকে ’গ’শ্রেণী হতে খ’শ্রেণীতে উন্নীত করেন এবং গত ২০১১ সালে আনুষ্ঠানিক ভাবে প্রথম ও ২০১৫ সালে ২য় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরপর ২ বারেই জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ বিজয়ী হয়। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগহণ করলে পদ শুন্য হলে পৌরসভার উপ-নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীক নিয়ে মোশারফ হোসেন বাবুল বিপুল ভোটের ব্যবধানে পৌর মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। নির্ভরযোগ্য সুত্রে প্রকাশ থাকে যে, বর্তমানে বীরগঞ্জ পৌর শহরের ৯টি ওয়ার্ডে মোট ১৩ হাজার ৯১৭ জন ভোটার রয়েছে। এবার পুরনোদের পাশাপাশি তরুণরাও আওয়ামী লীগের মনোনয়ন পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উলে­খ্যে, ২য় ধাপের তফশিল ঘোষণা অনুযায়ী আগামী ৮ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয়, ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল,২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাছাই বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রতাহারর ও ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

পীরগঞ্জে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে বীরগঞ্জে ৬৫ কেজি গাঁজা উদ্ধার,নারীসহ আটক -৩

বোচাগঞ্জে ফুটবল লীগের উদ্বোধন

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খানসামায় মানসিক ভারসাম্যহীনদের পরিষ্কার-পরিচ্ছন্নসহ নতুন পোশাক উপহার দিচ্ছেন একদল যুবক

বীরগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী