তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। রবিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশে স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কৃষি অফিসার জাহাঙ্গীর, কাজী শাহাব উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সহকারী সেটেলম্যান্ড অফিসার মফিজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সুধীবৃন্দ।