শনিবার , ২৩ এপ্রিল ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগে দলীয় কার্যালয়ের ছাদ ঢালাই উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৩, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বাস্তবায়নে রেলস্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের স্থায়ী দ্বীতল ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ছাদ ঢালাই শেষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম ফারুকি রুবেল,দপ্তর সম্পাদক এ্যাডঃ নাসির, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি শামিমুজ্জামান ও শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ মোল্লা, ইউপি চেয়ারম্যান শহীদ হোসেন, সৈয়দপুর আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলম, বৈরচুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইজ উদ্দিন প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের, যুব-লীগের, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।

সর্বশেষ - ঠাকুরগাঁও