ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও পৌরশাখা। বৃহস্পতিবার রাতে পৌরসভা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন-মুক্তিযোদ্ধা জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। শ্রমিক দল পৌর শাখার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়।