ঠা্কুরগাঁও প্রতিনিধিঃ
বর্নাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত। ১৯৭১ সালের এই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও জেলা। বৃহস্পতিবার দিনটি পালনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দিনের কর্মসুচি উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলার বীর মুক্তিযোদ্ধারা সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। দিবসটি উদ্বোধন শেষে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্র্যালয় থেকে র্যালি ও শোভা যাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোতে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যদিকে উদীচীর আয়োজনে সাধারণ পাঠাগার চত্বরে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন করে কর্মসুচি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন-মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, শহীদ জায়া তাহেরা বেগম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এ্যাড. আবু জাফর মো: শামস উদ্দিন, উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, অমল টিক্কু প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের প্রথম শহিদ মোহাম্মদ আলীর পরিবার, যুদ্ধ স্মরনার্থী পরিবার ও শহিদ জায়া, মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও উত্তোরীয় পরিয়ে সম্মাননা দেয়া হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জেলার শহিদদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা দেওয়া হয়। এর পর বের হয় বর্নাঢ্য মুক্তির শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ভ্রাম্যমান সাংস্কৃতি অনুষ্ঠান শহরের ৫টি পয়েন্টে পরিবেশন করে উদীচী জেলা সংসদের শিল্পীরা। এর আগে রাত ১২টা ১ মিনিটে উদীচী অপরাজেয় ৭১-এ এবং মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন করে।