বুধবার , ২৫ মে ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৫, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে প্রচণ্ড ঝড়বৃষ্টির ও বজ্রপাতের ঘটনায় এক সন্তানের জনক এর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে-২০২২) সাড়ে টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল ডাঙ্গাপাড়া গ্রামের ভ্যানচালক লিটন রায় (২৮) মারা যান। মৃত নবকান্ত রায়ের ছেলে।

সুজালপুর পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার জানান , ‘লিটন বাড়ির দূরে ক্ষেতে খড়র আনার জন্য যান। বিকেল আনুষ্ঠানিক সাড়ে ৫টার দিকে হঠাৎ পচণ্ড ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’ তিনি আরও জানান, লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও একটি কন্যা সন্তান রেখে গিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত