বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২০ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন বোচাগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর।(৩ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ছন্দা পাল,এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মো: পিয়ারুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার আলী, সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধীও অটিস্টিক বিদ্যালয় এর সভাপতি ও বোচাগঞ্জ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো:শামীম আজাদ,বোচাগঞ্জ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ মামুন,প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, বোচাগঞ্জ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিল্লা জুয়েল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।