সোমবার , ৩০ মে ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে মোবাইলে আসক্তি স্ত্রী, স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৩০, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পল্লীতে মোবাইল ফোনে আসক্ত স্ত্রী একপর্যায়ে
স্বামী সাথে অভিমান করে শ্রাবন্তী রায়(১৯) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে। শ্রাবন্তী উপজেলার সাতোর ইউনিয়নের সিংহজানী গ্রামের মধুসূদন রায়ে মেয়ে। উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বেলা ১২টায় শিবরামপুর ইউপির গোবিন্দপাড়া গ্রামের বিনোদ রায়ে ছেলে সঞ্জয় রায়ে সঙ্গে মোবাইল ফোন নিয়ে তার স্ত্রী শ্রাবন্তী রায়ের তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এঘটনায় দুপুর ১টার দিকে অভিমান করে নিজ শয়ন ঘরের সরের সাথে গলায় ওড়না পৌঁছিয়ে আত্মহত্যা করেন। বীরগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে এসআই মুমিনুল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে লাশের সুরাতল করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছেন। এব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, শ্রাবন্তীর সাথে বিগত ৪ মাস পূর্বে সঞ্জয়ের বিবাহ হয়, শ্রাবন্তীর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত