বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে ফুটবল একাডেমীর মতবিনিময় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা ফুটবল একাডেমীর এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে একাডেমীর উন্নয়নে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম,রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার,উপজেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক আরিফ হোসেন চৌধুরী(মানিক), প্রশিক্ষনার্থী অভিভাবক আনোয়ার হোসেন, ইতি দাস প্রমুখ। সভায় একাডেমী প্রশিক্ষনার্থী ও তাদের অভিভাবকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত