বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুর গোর- এ-শহীদ বড় ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষন দিবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। সম্মেলন সফল করতে এবং আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় বিভিন্ন শ্লোগান দেন। উপজেলা জামায়াতের আমির কারী আজিজুর রহমান জানান, ২৫ জানুয়ারি শহীদ ময়দানে কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে ও ব্যাপক গণ জমায়েত ঘটাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মী সমাবেশসহ প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।