বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড় জেলার দুইটি আসনে আজ ৭ জানুয়ারী রবিবার ভোট গ্রহনের জন্য,শনিবার সকাল পঞ্চগড় জেলার রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে ভোট গ্রহনের সরঞ্জাম প্রদান করা হয়েছে। রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসাগণ প্রিজাইডিং অফিসারের কাছে এসকল ভোট গ্রহনের সামগ্রী সরবরাহ করেন । পঞ্চগড়ের দুইটি আসনের ২৮৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। দুইটি আসনে ৮ লাখ ২৬ হাজার ৯ শতজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। পঞ্চগড় জেলার দুইটি আসনে আওয়ামী লীগ,জাতীয় পার্টি,তৃর্ণমুল বিএনপি,সুপ্রীম পার্টি,ন্যাশনালিষ্ট ফ্রুন্ট,ন্যাশনাল পিপলস্ পার্টির ও স্বতন্ত্র সহ মোট ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ৫ জন এবং পঞ্চগড়-২ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন। এদিকে সুষ্ঠু ভাবে ভোট গ্রহন ও আইন শৃঙ্খলা রক্ষায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন অতিরিক্ত জেলা প্রশাসক .দুইটি নির্বাচন অনুসন্ধ্যান কমিটির নেতৃত্বে ১৩ প্লাটুন বিজিবি,প্রয়োজনীয় সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ব্যাটালিয়ান আনসার ষ্ট্রাইকিং র্ফোস হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ১২-১৪ জন আনসার ও ৫-৭ জন পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। এগিকে শনিবার দুপুরে পঞ্চগড় জেলা রিটানিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বক্তব্য রাখেন। প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।