শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে বীরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৮, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে দিনাজপুরের বীরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার।
প্রতিষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসক, সেবিকা এবং টেকনোলজিষ্ট না থাকায় সেবা নিতে রোগীরা প্রতারিত হওয়ার পাশাপাশি ভূল চিকিৎসায় প্রসুতিসহ নব জাতকের মৃত্যু অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে। প্রতিষ্ঠানগুলির অবকাঠামো, অপারেশন কক্ষ এবং চিকিৎসা সেবা দিতে আসা চিকিৎসকদের সেবার মান নিয়েও অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় ক্লিনিক রয়েছে ১৩টি এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১৯টি। মাত্র দুইটি ছাড়া বাকী কোন প্রতিষ্ঠানের সরকারী অনুমোদন নেই।
এদিকে গত ১অক্টোবর পৌর শহরের বীরগঞ্জ মডার্ণ ক্লিনিক নামে অনুমোদনহীন একটি বে-সরকারী প্রতিষ্ঠানে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের জাহিরুল ইসলামের স্ত্রী হাওয়া বিবি নামে প্রসুতি সিজারের পর মৃত্যু ঘটনা এবং গত ২৭ অক্টোবর সকালে বীরগঞ্জ পৌর শহরের ফিশারীর মোড় এলাকায় অবস্থিত অনুমোদনহীন বে-সরকারি দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের হাত থেকে প্রাণে বেঁচে যায় ক্লিনিককে নবজাতক ও প্রসূতিরা ।
এসব ঘটনার পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অভিযানে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং সরকারী অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে চলমান অভিযানে পৌর শহরের হৃদিতা ক্লিনিক এবং মা ও শিশু হাসপাতাল নামে দুইটি ক্লিনিক এবং রোগ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, লাইফ সাপোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং হক ডায়াগনস্টিক সেন্টার নামে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন। কিন্তু কর্তৃকপক্ষ প্রতিষ্ঠান গুলি বন্ধ না রেখে সরকারী নির্দেশনা অমান্য করে অদৃশ্য শক্তির বলে প্রতিষ্ঠান খোলা রেখে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েসেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া ডালিম জানান, বেশির ভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সরকারী অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। দ্রæত সময়ে সরকারের অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি। সবাই যেন সরকারী নিয়ম মেনে ব্যবসা করেন আমরা সে ব্যাপারে সবাইকে তাগাদা দিয়ে আসছি। পাশাপাশি অনিয়ম বন্ধে সরকারী যে কোন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মহসীন জানান, উপজেলায় ক্লিনিক রয়েছে ১৩টি এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১৯টি। মাত্র দুইটি ছাড়া বাকী কোন প্রতিষ্ঠানের সরকারী অনুমোদন নেই। আমরা এ সব অনুমোদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। অভিযানে প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয় পাশাপাশি সরকারী অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। চলমান অভিযানে পৌর শহরের হৃদিতা ক্লিনিক এবং মা ও শিশু হাসপাতাল নামে দুইটি ক্লিনিক এবং রোগ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, লাইফ সাপোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং হক ডায়াগনস্টিক সেন্টার নামে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন। কিন্তু কর্তৃকপক্ষ প্রতিষ্ঠান গুলি বন্ধ না রেখে সরকারী নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী মুঠো ফোনে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মহোদয় বিষয়টি আমাকে অবহিত করেছেন। এ ব্যাপারে রবিবার উপজেলা পরিষদের আলোচনা সভায় বিষয়টি উপস্থাপন করা হবে এবং বিধি বিধানগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক ও জনপথের সড়ক সংষ্কারের কাজে অনিয়মের অভিযোগ !

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা

দিনাজপুরে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে শ্রেষ্ঠ জয়ীতা পদক লাভ হাফিজা শারমীন সুমীর

ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন

পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ ও প্রস্তুতি দিবস পালিত

বীরগঞ্জে ২০ জন অসচ্ছল নারী’র মাঝে সেলাই মেশিন বিতরণ