হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এবং ‘বৃক্ষ- প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সেচ্ছাসেবী সংগঠন ”অক্সিজেন“ এর উদ্যোগে বৃক্ষ রোপন করে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উৎযাপন করা হয়।
রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ভবন চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল বিভিন্ন ঔষধি গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল কাউয়ুম পুস্প, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মোতাহারা পারভীন সুমী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।