বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের শালবন কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি কমিউনিটি পর্যায়ে বাস্তবায়িত কর্মসূচীগুলোর পর্যালোচনা ও আগামী বছরের পরিকল্পনা প্রণয়নের জন্য একটি কর্মশালার আয়োজন করে। ১৩ জুন দুপুরে আয়োজিত ২ দিন ব্যাপী এই কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শিদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন ,বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ রাজেকুল ইসলাম, বীরগঞ্জ এপির ম্যানেজার মিঃ মানুয়েল হাসদা, বিভিন্ন এনজিও থেকে আগত অতিথীবৃন্দ, ভিডিসি ও কমিউনিটি থেকে আগত বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মিঃ মানুয়েল হাসদা তাঁর শুভেচ্ছা বক্তব্যে কর্মশালার উদ্দ্যেশ্য সবার মাঝে তুলে ধরে সময় দিয়ে সহযোগীতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের সহযোগীতা ও কার্যকরী অংশগ্রহন আগামীতে সুন্দর একটি পরিকল্পনা করতে আমাদের সাহায্য করবে।বাল্যবিয়ে ও শিশু শ্রম নিরসনে সর্বাগ্রে প্রয়োজন সকলের সচেতনতা এবং এ বিষয়ে এপি’ র সহযোগীতা অব্যাহত থাকবে।”
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করে ”মোহনপুর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের যে কোন কার্যক্রমের সাথে সংহতি প্রকাশ ও সহযোগীতা সবসময় অব্যাহত থাকার আশ্বাস দেন।