পীরগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে যুবলীগ। রোববার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে পশ্চিম চৌরাস্তার বটতলায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল,সহ সভাপতি আব্দুল জলিল,জুয়েল,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু,সাংগঠনিক সম্পাদক আফজাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি কিবরিয়া আবেদীন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।