রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরলে কমলা চাষে যুবক সাদাতের সাফল্য

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৯, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ

বিরল ( দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে চায়না কমলার চাষ করে সাড়া ফেলেছে এক যুবক। ওই যুবক উপজেলার ভান্ডারা ইউপি’র রামপুর মোল্লাপাড়া গ্রামের মৃতঃ খাদেমুল ইসলামের ছেলে শাকিল হোসেন সাদাত (৩৭)। ¯œাতক পাশ করে চাকুরীর পিছনে না ছুটে এক বন্ধুর পরামর্শে নিজের প্রায় ১ একর জমিতে কমলার বাগান করে সাফল্য এনেছে এই যুবক। বাগানে কমলা দেখার জন্য এবং পরামর্শ নেয়ার জন্য দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা তার বাগানে আসছেন। কমলায় প্রচুর রস এবং সুস্বাদু মিষ্টি থাকায় অনেকে কমলাও কিনছেন।
শাকিল হোসেন সাদাত জানান, আমি গ্রাজুয়েশন শেষ করে চাকুরীর পিছনে না ঘুরে এক বন্ধুর পরামর্শে নিজের পতিত প্রায় ১ একর জমিতে ছোট জাতের চায়না কমলা চাষ করি। আমার বাগানের বয়স প্রায় ২৭ মাস। এই বাগানে ২০০টি কমলা গাছ আছে। এ বাগান করতে আমার প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। গতবছর বাগানে অল্প পরিমাণে ফলন আসলেও তা বিক্রি করে আমার খরচের টাকা উঠে আসে। এবার যে পরিমাণে ফলন এসেছে খরচ বাদ দিয়ে ৫ থেকে ৬ লাখ টাকার আমি কমলা বিক্রি করতে পারবো। এতিমধ্যে সিলেটের এক ব্যবসায়ী ৫ হাজার টাকায় প্রতিমন দর হিসাবে ১শ’মন কমলার নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয় আমি এখান থেকে কমলার চারা করে বিক্রিও করছি।
বাগান দেখতে আসা কৃষক মকবুল হোসেন জানান, ভাবছি আমিও কমলার বাগান করবো। তাই বাগান মালিক সাদাতের কাছে পরামর্শ নিতে এসেছি।
বাগানে প্রহরায় থাকা শ্রমিক ইনু মোহাম্মদ জানান, আমরা এই বাগান পরিচর্যা ও দেখা ভাল করার জন্য ৫ জন শ্রমিক আছি। এই বাগানটি গড়ে উঠার কারণে আমাদের এখানে কর্মসংস্থান হয়েছে। অনেক মানুষ বাগান দেখতে আসে এবং কমলাও কিনে নিয়ে যায়।
এব্যাপারে বিরল উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, দিনাজপুর অঞ্চলের মাটি কমলা চাষের জন্য বেশ উপযোগী। পাশাপাশি ফলন ভালো পাওয়ায় এ জাতীয় ফলের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেকার যুবকদের এই কমলা চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
কৃষি শ্রমিক জানায়, তার বাগানে তিন থেকে ৫ জন শ্রমিকের হয়েছে কর্মসংস্থান। তারা শ্রম দিয়ে যাচ্ছেন ভালো ফলনের জন্য। সাদাতের কমলার বাগান দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে বাগান করার জন্য নিচ্ছেন পরামর্শ।
স্থানীয়কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন দিনাজপুর অঞ্চলের মাটি কমলা চাষের জন্য বেশ উপযোগী। পাশাপাশি ফলন ভালো পাওয়ায় এ জাতীয় ফলের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেকার যুবকদের এই কমলা চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানায়,দিনাজপুরের বিরল উপজেলায় কমলাসহ লেবু জাতীয় ফলের বাগান রয়েছে প্রায় ৫০ হেক্টর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পীরগঞ্জে সম্প্রীতি মেলা

বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৩

পীরগঞ্জে পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানববন্ধন

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবলও নানান সংকটে

বোচাগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন

বীরগঞ্জে গাছ ফেলে রাস্তায় ডাকাতি কালে জনতার হাতে এক ডাকাত আটক

রাণীশংকৈলে নয় মেয়র প্রার্থী জামানত হারালেন !

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যানার -ফেস্টুনে একাকার

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ